পাতা
এক নজরে যোগীপোল ইউনিয়ন
কালের স্বাক্ষী বহনকারী ভৈরব নদীর তীরে গড়ে উঠা খুলনাজেলারদিঘলিয়া উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো যোগীপোল ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ যোগীপোল ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
{C}{C}{C}১) নাম – ৬নং যোগীপোল ইউনিয়ন পরিষদ।
২) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান/মাহেন্দ্রা।
৩) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ সাজ্জাদুর রহমান
৪) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর-১জন
৪) উদ্যোক্তা-২জন
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৭ জন।
৫) আয়তন 432 বর্গমাইল
৬) লোকসংখ্যা – ২৬,২৭৬ ( ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)
৭) মোট শিক্ষির হার ৮০%
৮) মোট গ্রামের সংখ্যা-৫ টি
৯) গ্রাম গুলি- তেলিগাতী, খানাবাড়ী, ফুলবাড়ী, জাব্দীপুর, যোগীপোল।
১০) মোট মৌজার সংখ্যা- ২টি
১১) মোট বাজারের সংখ্যা- ৩টি তেলিগাতী খুটিরঘাট বাজার, ফুলবাড়ী বাজার, যোগীপোল বউ বাজার,
১২) মোট জমির পরিমাণ- ৬০৮২.৬৮ একর। ( মোট আবাদী জমি-৪৮৬৫.৫৩৮একর, মোট আবাদ অযোগ্য জমির পরিমান-১২১৭.১৪২ একর)
১৩) ডাক ঘর ১টি- কুয়েট ডাকঘর।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস